Wellcome to National Portal
  • 2022-08-25-03-32-2539201465656ae939e5b025d9ef356a
  • 2022-08-25-03-38-91dde11f7dea095ba029602fc75b9f60
  • 2022-08-25-03-36-ae21d7eceb97006e477a7ee58fc5d341
  • 2022-08-25-03-37-49782dbbd1cd10ab0731e75c9408bde2
  • 2022-08-25-03-39-0fc67f4945d64188c080e50e1be39f5b
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ মার্চ ২০২৪

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির উদ্যোগে রংপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রংপুরে ‘নিরাপদ ইন্টারনেট ব্যবহার’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2024-02-27

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির উদ্যোগে রংপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আনুমানিক ৪৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম, রংপুরে ‘নিরাপদ ইন্টারনেট ব্যবহার’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও জেলা প্রশাসন, রংপুর এর আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের শুরুতেই শিক্ষার্থী, শিক্ষক ও অংশগ্রহণকারীদের মাঝে সেমিনার উপকরণ ও সাইবার নিরাপত্তা লিফলেট বিতরণ করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার, রংপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব উত্তম কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম ও ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম অফিসার জনাব শাহরীন তিলোত্তমা। সেমিনারে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক জনাব আবু সাঈদ মো: কামরুজ্জামান এনডিসি এবং আলোচক হিসেবে সাইবার টিনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সাদাত রহমান উপস্থিত ছিলেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের কর্মকর্তাগন, জেলা শিক্ষা অফিসার, এনসিএসএ'র কর্মকর্তা-কর্মচারীগণ এবং সাংবাদিকগণ।

নিউজ লিংকঃ

১। https://www.ajkerbangladesh.com.bd/country-news/2024/02/26/157832

২। https://infosecbulletin.com/ncsa-organized-a-seminar-on-safe-internet-usage-in-rangpur/

 

2024-03-13-03-56-fa7ee1b16173dd1f2b12d8750bd75bb1
2024-03-13-03-56-0578b0cb8e8321ecbf2bfeb8d0ce3cb4