Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ অক্টোবর ২০২৪

Financial Institution ও Critical Information Infrastructure (CII) সমুহে কর্মরত সাইবার সিকিউরিটি পেশাজীবীদের অংশগ্রহণে সাইবার ড্রিল ২০২৪ আয়োজন


প্রকাশন তারিখ : 2024-10-06

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর আওতায় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরাবরের মতো “অক্টোবর” মাসকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস হিসেবে উদযাপন করে আসছে। এরই অংশ হিসেবে Financial Institution ও Critical Information Infrastructure (CII) সমুহে কর্মরত সাইবার সিকিউরিটি পেশাজীবীদের সাইবার নিরাপত্তায় দক্ষতা বৃদ্ধির জন্য BGD e-GOV CIRT এর কারিগরি সহায়তায় Financial Institution and CII Cyber Drill 2024 এর আয়োজন করা হয়েছে।

সাইবার ড্রিলটি দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই পর্ব আগামী ২৬ অক্টোবর ২০২৪ তারিখে সকাল ১০ টা হতে বিকেল ০৪ টা পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে। অনলাইনে অংশগ্রহনকারীদের মধ্য হতে প্রথম ৩০টি দলকে নিয়ে চুড়ান্ত পর্ব অন-সাইটে আগামী ০৯ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। 

আগামী ২০ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত উক্ত সাইবার ড্রিলের নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে।

Registration Linkhttps://www.cirt.gov.bd/CyberDrill2024/