ডিজিটাল নিরাপত্তা এজেন্সির (প্রস্তাবিত জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি) আয়োজনে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে "সাইবার সচেতনতা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
১০ নভেম্বর ২০২৩ তারিখ বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী এর সভাকক্ষে "সাইবার সচেতনতা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীর সহযোগিতায় ডিজিটাল নিরাপত্তা এজেন্সি (প্রস্তাবিত জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী এবং সভাপতিত্ব করেন ড. মোঃ মোকছেদ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি), রাজশাহী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সি এর মহাপরিচালক জনাব আবু সাঈদ মো: কামরুজ্জামান এনডিসি । আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২০ বিজয়ী ও সাইবার টিনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সাদাত রহমান।
"সাইবার সচেতনতা" শীর্ষক সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনারগণ, জেলা প্রশাসক, পুলিশের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজশাহীর বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাগণ, ডিএসএ'র কর্মকর্তা-কর্মচারীগণ, জেলা আইসিটি অফিসের কর্মকর্তাগণ এবং রাজশাহী প্রেস ক্লাবের সভাপতিসহ অন্যান্য সাংবাদিকগণ।
এছাড়াও ১১ নভেম্বর ২০২৩ তারিখ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রুয়েট) "সাইবার সিকিউরিটি নিশ্চিতকরণ এবং সাইবার ক্রাইম প্রতিরোধ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। রুয়েট এর সহযোগিতায় ডিজিটাল নিরাপত্তা এজেন্সি (প্রস্তাবিত জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম এবং সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোঃ আল মেহেদী হাসান, বিভাগীয় প্রধান, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, রুয়েট।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিটাল নিরাপত্তা এজেন্সি এর মহাপরিচালক জনাব আবু সাঈদ মো: কামরুজ্জামান এনডিসি । আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শামীম আহমদ।
"সাইবার সিকিউরিটি নিশ্চিতকরণ এবং সাইবার ক্রাইম প্রতিরোধ" শীর্ষক সেমিনারে আরও উপস্থিত ছিলেন রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী জেলার আইসিটি কর্মকর্তাগণ, ডিএসএ’র কর্মকর্তাগণ এবং সাংবাদিকগণ।
খবর লিংকঃ
১। https://digibanglatech.news/campus/116757/
২। https://infosecbulletin.com/public-private-partnership-is-essential-to-increase-cyber-awareness/