জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির উদ্যোগে যশোর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ জনের অধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে ০৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ দিনব্যাপী শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোরে ‘নিরাপদ ইন্টারনেট সম্মেলন' অনুষ্ঠিত হয়। উপস্থিতির অধিকাংশই ছিলো যশোরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও সাইবার টিনস এর আয়োজনে এবং ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই শিক্ষার্থী, শিক্ষক ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও সাইবার নিরাপত্তা লিফলেট বিতরণ করা হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জনাব মো: সামসুল আরেফিন, সচিব, আইসিটি বিভাগ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক জনাব আবু সাঈদ মো: কামরুজ্জামান এনডিসি ও জনাব রেশমা শারমিন, এসপি পিবিআই যশোর। সভাপতিত্ব করেন জনাব মোছা: খালেদা খাতুন রেখা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), যশোর এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদে সাংবাদিক সুবহা সাফায়েত সিজদা, লজিক আই ফরেনসিক এর ফাউন্ডার মেহেদী হাসান, মেক অ্যা টিমের প্রতিষ্ঠাতা আমির হামজা জিহাদ, এপোলো গেমের কনটেন্ট ক্রিয়েটার নয়ন হোসেন ও সাইবার টিনস এর প্রতিষ্ঠাতা জনাব সাদাত রহমান।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার, সহকারী কমিশনার(শিক্ষা ও আইসিটি), সাইবার টিনসের স্বেচ্ছাসেবীগণ, বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, এনসিএসএ'র কর্মকর্তা-কর্মচারীগণ, অভিভাবকবৃন্দ এবং সাংবাদিকগণ।
নিউজ লিংকঃ
১। https://digibanglatech.news/cyber/123048/?swcfpc=1
২। https://infosecbulletin.com/safer-internet-conference-held-at-jessore/