২৭ জানুয়ারি ২০২৪ তারিখ জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর সভাকক্ষে সহকারী কমিশনার নিশাত আনজুমের সঞ্চালনায় "সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর সহযোগিতায় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এর আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু সাঈদ মো: কামরুজ্জামান এনডিসি, মহাপরিচালক, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এবং সভাপতিত্ব করেন জনাব শেখ রাসেল হাসান, জেলা প্রশাসক, সিলেট।
"সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ" শীর্ষক সেমিনারে আরও উপস্থিত ছিলেন কিশোর-কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সদস্যবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, পুলিশের কর্মকর্তাগণ, পাবলিক প্রসিকিউটরগণ, সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাগণ, এনসিএসএ'র কর্মকর্তা-কর্মচারীগণ, জেলা আইসিটি অফিসের কর্মকর্তাগণ, শিক্ষার্থী-অভিভাবকগণ এবং সিলেট প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্যসহ অন্যান্য সাংবাদিকগণ।
নিউজ লিংকঃ
১। https://infosecbulletin.com/a-seminar-on-ensuring-cyber-security-was-held-at-sylhet/
২। https://digibanglatech.news/cyber/122424/?swcfpc=1